শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
অরেগনে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ, গ্রেফতার ২০
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে বর্ণবাদ বিরোধী সমাবেশ বিশ জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বর্ণবাদ বিরোধী আন্দোলনের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটলে আন্দোলনকারীদের ধরপাকড় করে পুলিশ।
অরেগনে ডানপন্থী সংগঠন প্রাউড বয়েজ গ্রুপের একটি সমাবেশের জবাবে ব্ল্যাক লাইভস ম্যাটারস সমর্থকরা সমাবেশের আয়োজন করে। এরই প্রেক্ষিতে দুইটি সংগঠনের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সেখানে অবস্থান নেয়।
পুলিশ সমাবেশের কর্মীদের পিছু হটিয়ে ও ছত্রভঙ্গ করে দিতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপর ইট পাটকেল ও খালি ক্যান নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এ সময় যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে আন্দোলন শুরু করলে পুলিশ ধরপাকড় শুরু করে।
গত চার মাস ধরে রাজ্যটির বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেখান থেকে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন