শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সময় চলন্ত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত নয়টার দিকে সায়েম শাহরিয়ার (২৪) লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হাঁটছিলেন। সড়কের ৪১ নম্বর প্রস্থান পথের কাছাকাছি নিসান সেন্ট্রার দ্রুতগামী নিসান সেন্ট্রা গাড়ি তাকে তাকে ধাক্কা মারলে সে গুরুতর আহত হয়।
এ বাংলাদেশি ঘটনাস্থলেই মারা যান বলে নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে।
নিউইয়র্কের রনকনকোমা লেকের বাসিন্দা বাংলাদেশি কমিউনিটির সায়েম শাহরিয়ার (২৪) একাধিক শারীরিক ও মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। গাড়িরচালক আহত হননি। ঘটনাস্থলে একটি যানবাহন সুরক্ষা পরীক্ষার পর চালককে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে, নিউইয়র্ক থেকে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর বাংলাদেশি কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মা-বাবার ওপর রাগ করে গত ১৩ সেপ্টেম্বর আশফাকুল ইসলাম তৃপ্তি (১৮) নামের এ কলেজ ছাত্র জ্যাকসন হাইটসের এলমহাস্টের বাসা থেকে চলে যাবার পর আর ফিরে আসেনি।
গত শনিবার নিউইয়র্ক সিটির হাডসন নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তৃপ্তি আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
এলএ বাংলা টাইমস/এম/বিএইচ
শেয়ার করুন