পাঁচ ভোটে জয় দিয়ে শুরু বাইডেনের
ছবিঃ এলএ বাংলা টাইমস
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সংলগ্ন ডিক্সভাইল নচে বাইডেন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে হারিয়েছেন পাঁচ ভোট ব্যবধানে। কেন্দ্রের সবকটি ভোট জেতেন বাইডেন। তাই প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ঘোষিত ফলে জয় পেলেন এই ডেমোক্র্যাট প্রার্থী।
এদিকে ডিক্সভাইল নচের ১২ মাইল দূরে মিলসফিল্ড শহরে জয় পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এখানে বাইডেনকে হারিয়ছেন ১৬-৫ ভোট ব্যবধানে।
বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতের পরেই এসব কেন্দ্রে ভোট গণনা করা হয়।
ডিক্সভাইল নচের বাসিন্দা লেস ওটেন রিপাবলিকান হলেও ভোট দিয়েছেন ট্রাম্পকে। তিনি বলেন, কিন্তু এখন আমাদের খুঁজতে হবে কে আমাদের একতাবদ্ধ করছে।
লেস ওটেন আরো জানান, তার ভোটটি রিপাবলিকান পার্টির জন্য বার্তা। এখন পার্টির ধারণ করা ঐতিহাসিক মূল্যবোধে ফিরে যাওয়ার সময় এসেছে।
শেয়ার করুন