শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
ওয়াশিংটন ডিসিতে নুহ-উল-আলমের সাথে মত বিনিময়
সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের
প্রেসিডিয়াম সদস্য নুহ-উল-আলম যুক্তরাষ্ট্র আগমনে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, মেট্রো
ওয়াশিংটন যুবলীগ, মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে এক মত বিনিময়
সভার আয়োজন করা হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ-উল-আলম, বিশেষ অতিথি সেন্ট্রাল বাংলাদেশ আওয়ামী
লীগের পাবলিসিটি সাব কমিটির সদস্য ও নিউজ প্রেজেন্টার মুমতাহিনা রিতু। প্রধান অতিথির বক্তব্যে
নুহ-উল-আলম বলেন, বাংলাদেশে উন্নয়নের গতিধারা অব্যহত আছে, তিনি শেষ ছয় বছরের
আওয়ামী লীগ শাষনামলের উন্নয়নের বিষদ আলোচনা করেন।
শিক্ষা, কৃষি , বিদ্যুত, যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নসহ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়বৃদ্ধি, জিডিপি উন্নয়ন, উপোর্যপোরি বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ
করে যাচ্ছে। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার প্রনেতা জনাব নুহ-উল-আলম মুন্সিগন্জের অধিবাসী।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকীর সঞ্চালনায় সভাপতিত্ব
করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি ডক্টর শাহজাহান মাহমুদ। আরও বক্তব্য রাখেন
ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের
সহ-সভাপতি নুরুল আমিন নুরু ও জুয়েল বড়ুয়া, মেট্রো ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগের
সভাপতি মহসিনা জান্নাত রিমি, মেট্রো ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা
রিফাত শারমিন সোহানা মলি, মেট্রো ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগের সহ-সভাপতি ফারজানা
নবী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা রাহাত ই আফজা, মেট্রো
ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রাজু, মেট্রো ওয়াশিংটন আওয়ামী
যুবলীগের সাধারণ সম্পাদক সর্বজিত দাশ তুর্য সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করতে ও বাংলাদেশের উন্নয়নের
ধারাকে গতিশীল রাখতে সকল মুজিব সেনাকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।
শেয়ার করুন