আজ 'ভ্যাটেরেন্স ডে' পালিত হচ্ছে যুক্তরাষ্ট্রে
আজ যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে 'ভ্যাটেরেন্স ডে' বা যুদ্ধবিরতী দিন। ১৯৯৮ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এই দিনে যুদ্ধে মিত্র দেশগুলো এবং জার্মানীর মধ্যে 'মহাযুদ্ধ' যুদ্ধবিরতী হিসেবে যুদ্ধ বিরতী ঘোষনা করা হয়। পরবর্তিতে দ্বিতীয় বিশ্বযদদ্ধে অর্থাৎ ১৯৩৮ সালে মার্কিন যুক্তরারাষ্ট্রে আইনিভাবে ছুটির দিন হিসেবে পালিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট উডরো উইলসন্ ১৯১৯ সালে ১১ই নভেম্বর যুদ্ধবিরতী দিন হিসেবে প্রথম ছুটির দিন হিসেবে ঘোষনা করেন। তিনি বলেন- 'আমাদের জন্য আমেরিকা যুদ্ধবিরতী দিন প্রতিচ্ছবি। এটি আমাদের মক্ত করেছে। আমরা সকল যোদ্ধাদের গর্বভরে স্মরণ করি যাদের ত্যাগে আমরা আমেরিকা পেয়েছি।' এই দিনটিতে স্কুল বন্ধ ও শ্রমিকদের ছুটি থাকে। এই দিনটি সকল যুদ্ধে মার্কিন যোদ্ধাদের জন্য নিবেদিত।
শেয়ার করুন