অনুষ্ঠিত হলো “নিউ ইয়র্ক ফেস্টিবেল অব লাইট”
নভেম্বর ৬, ৭ এবং ৮ নিউ ইয়র্কের ব্রুকলীন ব্রীজের নীচে পার্ল(পার্ল এবং ওয়াটার) স্ট্রীটের ডাম্বো ট্রাইএ্যংঙ্গেলে অত্যন্ত জাকজমকের সাথে অনুষ্ঠিত হয়ে গেলো “নিউ ইয়র্ক ফেস্টিবেল অব লাইট”। প্রথম বারের মতো এই আয়োজনে স্থানীয় এবং আন্তর্জাতিক শিল্পী, আলো ডিজাইনার এবং প্রযুক্তিবিদের আনা হয়ছিলো। দেশ ও বিদেশের খ্যাতিমান আলোক শিল্পীদের আলোর ভাস্কর্য প্রদর্শন ছিলো অতন্ত্য আকর্ষনীয় ও মনোমুগ্ধকর। বিনামূল্যে এবং সব বয়সের জন্য উত্সবটি উন্মুক্ত ছিলো। শিল্পীদের বিভিন্ন ডিজাইনে ভিন্ন এ্যঙ্গেলে আলোর প্রদর্শনী দেখতে নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিপুল পরিমান দর্শকদের উপস্হিত ছিলো। খ্যাতিমান মিউজিসিয়ানদের পরিবেশনাও ছিলো ফেস্টিবেল অব লাইটের আর একটি আকর্ষন।হ-বাংলা নিউজ| রাস্তার নিয়োগ করা হয়েছিলো অতিরিক্ত সিকিউরিটি। সাবওয়েতে যাত্রীদের বিপুল চাপের কারনে সাবওয়েতে ঢোকার গেইট খুলে দেওয়া হয়েছিলো। কিন্তু অতিরিক্ত দর্শকদের চাপের কারনে উত্সবের শেষ দিন আড়াই ঘন্টা আগেই তাড়াতাড়ি শাট ডাউন করতে বাধ্য হয় আয়োজকারীরা। ফেস্টিভালের সহ প্রতিষ্ঠাতা লিয়াম ও ব্রায়ওন বলেন, সবাই শো দেখে অনেক আনন্দিত হয়েছে। তিনি বলেন, "নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস" তাই বেশী ক্রাউড হওয়ার কারনে আমরা শেষ দিন নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা আগেই উৎসব বন্ধ করতে বাধ্য হয়েছি। সামনের বৎসর আমরা আরো ভালো ভাব করতে পারবো বলে আশা রাখছি।
শেয়ার করুন