যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হলেন সাদেক হোসেন খোকা
এ সপ্তাহেই বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।
চিকিৎসার জন্য তিনি ৬ মাস আগে যুক্তরাষ্ট্রে পরি জমিয়েছিলেন।আইনি বাধ্যবাধকতার কারনে তিনি গত শনিবার যুক্তরাষ্ট্র থেকে লন্ডনের পথে পারি জমান। লন্ডনেই তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন সাদেক হোসেন খোকা।দেশে খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।কৌশলগত কারণে তিনি আপাতত লন্ডন ও নিউইয়র্কে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।যুক্তরাষ্ট্রে টানা ৬ মাস অবস্থান পূর্ণ হওয়ার আগেই গত ২২ নভেম্বর সন্ধ্যায় লন্ডনে পৌঁছেন সাদেক হোসেন খোকা।গত ২৬ মে চিকিৎসার জন্য ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন সাদেক হোসেন খোকা। সে হিসেবে আগামী ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানের ৬ মাস পূর্ণ হবে তার।
জানা গেছে, সাদেক হোসেন খোকা যেহেতু যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেননি, সেহেতু টানা ৬ মাসের বেশি সে দেশে অবস্থান করতে পারবেন না। তাই ২৬ নভেম্বর ৬ মাস পূর্ণ হওয়ার আগেই নিউইয়র্ক ছাড়ার বাধ্যবাধকতা ছিলো তার জন্য। সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় লন্ডনে পৌঁছলেও ঠিক কতদিন তিনি লন্ডনে অবস্থান করবেন তা এখনই বলা যাচ্ছে না।এই এক সপ্তাহের মধ্যেই লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে সাদেক হোসেন খোকার এক ঘনিষ্টজন জানান, আমেরিকায় রাজনৈতিক আশ্রয় না নেওয়ায় ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিউইয়র্ক ত্যাগ করতে বাধ্য হলেন তিনি।
শেয়ার করুন