এরিক অ্যাডামসের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের
দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে। দীর্ঘদিন ফেডারেল দুর্নীতির তদন্তের পর বুধবার (২৫ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রায় তিন বছর আগে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন অ্যাডামস। কিন্তু তিনি ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন একাধিক ফেডারেল দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে তদন্তের মুখোমুখি হয়েছেন।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে নিউইয়র্ক সিটির এ পর্যন্ত ১১০ জন মেয়রের মধ্যে দায়িত্বে থাকা অবস্থায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া প্রথম মেয়র হবেন অ্যাডামস। যদিও এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
ডেমোক্র্যাট এই রাজনীতিক দাবি করেছেন, মামলা হলে তা ‘মিথ্যার ওপর ভিত্তি করে করা সম্পূর্ণ ভুয়া অভিযোগ’ হবে। তিনি দায়িত্বপালনরত অবস্থায়ই মামলার বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় জানিয়েছেন।
ডেমোক্র্যাট এই রাজনীতিবিদ এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘আমি জানি আমি নির্দোষ। আমি যদি অভিযুক্ত হই তাহলে অনুরোধ জানাবো যেন নিউইয়র্কবাসী সত্যটি জানতে পারে।’
নিউইয়র্কবাসীর প্রতি ‘ধৈর্য ধরা’ ও তার জন্য ‘প্রার্থনা’ করার অনুরোধ জানিয়েছেন অ্যাডামস। তিনি বলেন, ‘আমার শক্তির পুরোটা দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব।’
ডেমোক্র্যাট অনেক প্রভাবশালী রাজনীতিক ও কর্মকর্তা অ্যাডামসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। কিন্তু অ্যাডামস এই দাবি প্রত্যাখ্যান করে মেয়রের পদ থেকেই অভিযোগের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে জানিয়েছেন।
অ্যাডামসের বিরুদ্ধে আনীত পাঁচ অভিযোগ হলো- ফোনে ফেডারেল প্রোগ্রাম ঘুষ এবং বিদেশী নাগরিকদের কাছ থেকে চাঁদা গ্রহণের পরিকল্পনা, তার জালিয়াতি, ভিনদেশী নাগরিককে অর্থের বিনিময়ে সুবিধা প্রদান, নির্বাচনী প্রচারণায় ভিনদেশী অনুদান গ্রহণ, এবং ঘুষ নেওয়া।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন