শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
নিউইয়র্কে বরো প্রেসিডেন্ট কর্তৃক মোহাম্মদ এন মজুমদার সম্বর্ধিত
গত ১৬ই জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ব্রঙ্কসের লিমন কলেজের মিউজিক হলে ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র ব্রঙ্কসসহ নিউইয়র্ক সিটির মুসলিম কমিউনিটির সম্মানে এক ইন্টারফেইথ ইফতার-ডিনার এবং কমিউনিটি সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে এনওয়াইপিডি’র মুসলিম পুলিশ অফিসারবৃন্দ, বিভিন্ন ধর্মবিশ্বাসী যাজক ও পুরোহিত, কমিউনিটি বোর্ড সদস্যগণ, কমিউনিটি লিডার ও ইমামবৃন্দ অংশগ্রহণ করেন।
ইন্টারফেইথ ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনজন কমিউনিটি লিডারকে কমিউনিটিতে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, পুলিশ ক্যাপ্টেন জামিল আল-তাহেরী ও হিশাম এ এলজানটে।খবর বাপসনিঊজ।
বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ এন মজুমদারের কর্মময় জীবন এবং বিশেষ করে ব্রঙ্কস বরোতে কমিউনিটির কল্যাণে যেসব কাজ অতীতে করেছেন এবং বর্তমানে করে যাচ্ছেন সেসব বিবরণীসহ তার জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান। এন মজুমদার তার বক্তব্যে ব্রঙ্কস বরোর চিত্র তুলে ধরেন এবং ব্রঙ্কস সহ নিউ ইয়র্ক সিটির উন্নয়ন কর্মকান্ডে তার ভূমিকার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, মোহাম্মদ এন মজুমদার ইতিপূর্বে কংগ্রেসনাল মেডেল, সিটি কাউন্সিল, স্পীকারের প্রক্লেমেশন, ষ্টেট এসেম্বলি ও ষ্টেট সিনেটের সম্মাননা এবং অ্যাব্রাজো বাংলাদেশ উৎসবে নিউইয়র্ক ষ্টেটের সর্বপ্রকার সম্মাননা লাভ করেছেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন