আপডেট :

        ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক

        মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

        ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসনাল মানচিত্র বহাল রাখল ফেডারেল আদালত, ডেমোক্র্যাটদের বড় জয়

        ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি খাতে ২ বিলিয়ন ডলার অনুদান বাতিল

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

নিউ ইয়র্কে ট্যুর বাস দুর্ঘটনায় নিহত ৫, বহু আহত

নিউ ইয়র্কে ট্যুর বাস দুর্ঘটনায় নিহত ৫, বহু আহত

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, পশ্চিম নিউ ইয়র্কে নিউ ইয়র্ক স্টেট থ্রুয়ে মহাসড়কে একটি ট্যুর বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, দলটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাইয়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটিতে ফেরার পথে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিহতদের অধিকাংশই ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটক।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক বিবৃতিতে বলেন, স্থানীয় কর্মকর্তারা উদ্ধার তৎপরতা ও সহায়তা প্রদানে কাজ করছেন। দুর্ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও মেডিকেল হেলিকপ্টার পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এক শিশু নিহতদের মধ্যে রয়েছে, তবে পরে পুলিশ তা নাকচ করেছে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন, যাদের বয়স ছিল ১ থেকে ৭৪ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কিছু যাত্রী বাস থেকে ছিটকে পড়েন, যাদের অধিকাংশই সিটবেল্ট পরা ছিলেন না। আবার অনেকে কয়েক ঘণ্টা ধরে গাড়ির ভেতর আটকে ছিলেন। ভাষাগত সমস্যার কারণে তদন্ত ও চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য দোভাষী ও অনুবাদ যন্ত্র ব্যবহার করা হয়েছে।

নিউ ইয়র্ক স্টেট পুলিশের ট্রুপ কমান্ডার আন্দ্রে রে মেজর এক সংবাদ সম্মেলনে জানান, “দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে যান্ত্রিক ত্রুটি কিংবা চালকের অক্ষমতার সম্ভাবনা বাদ দেওয়া হয়েছে। চালক সহযোগিতা করছেন এবং এখনো কোনো অভিযোগ আনা হয়নি।”

দুর্ঘটনাটি নাইয়াগ্রা ফলস থেকে প্রায় ৪০ মাইল দূরে পেমব্রোক শহরের কাছে ঘটে। পূর্বমুখী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মিডিয়ানে ধাক্কা খায় এবং পরে খাদে গিয়ে পড়ে।

পুলিশের মতে, দুর্ঘটনার সময় বাসে একাধিক শিশু ছিল। এক স্থানীয় হাসপাতালে ২৪ জন প্রাপ্তবয়স্ক রোগী ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের ধারণা, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। অন্যান্য হাসপাতালে আরও রোগী ভর্তি আছেন, আর ১৬ বছরের নিচের শিশুদের নেওয়া হয়েছে একটি শিশু হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী পাওয়েল স্টিফেন্স দ্য বাফেলো নিউজ-কে জানান, “আমি দেখি রাস্তার এক পাশে উল্টে থাকা একটি বাস। রাস্তাজুড়ে কাঁচ ও যাত্রীদের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। জানালাগুলো ভাঙা, তবে যাদের দেখেছি তারা সচেতন ছিলেন।”

এলাকার হাসপাতালগুলোতে রক্ত সরবরাহকারী সংস্থা কানেক্টলাইফ জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছে। সংস্থার মুখপাত্র সারা ডিনা বলেন, “আমাদের কমিউনিটি এক সংকটের মুখোমুখি। এটি এমন এক মুহূর্ত, যখন আপনার পদক্ষেপ সরাসরি জীবন বাঁচাতে পারে।”

এছাড়া, রেড ক্রস একটি ফ্যামিলি রিইউনিফিকেশন সেন্টার খুলেছে, যেখানে আলাদা হাসপাতালে পাঠানো শিশু ও অভিভাবকদের পুনর্মিলিত করা হচ্ছে।

পুলিশ ড্যাশক্যাম ভিডিও থাকা কোনো চালকের কাছে অনুরোধ করেছে তারা যেন তদন্তে সহায়তা করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত