আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

        বাংলাদেশ ব্যাংক: গর্ভনর নিয়োগে নতুন নিয়ম, রাষ্ট্রপতির এখতিয়ার

নিউ ইয়র্কে ট্যুর বাস দুর্ঘটনায় নিহত ৫, বহু আহত

নিউ ইয়র্কে ট্যুর বাস দুর্ঘটনায় নিহত ৫, বহু আহত

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, পশ্চিম নিউ ইয়র্কে নিউ ইয়র্ক স্টেট থ্রুয়ে মহাসড়কে একটি ট্যুর বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, দলটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাইয়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটিতে ফেরার পথে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিহতদের অধিকাংশই ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটক।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক বিবৃতিতে বলেন, স্থানীয় কর্মকর্তারা উদ্ধার তৎপরতা ও সহায়তা প্রদানে কাজ করছেন। দুর্ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও মেডিকেল হেলিকপ্টার পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এক শিশু নিহতদের মধ্যে রয়েছে, তবে পরে পুলিশ তা নাকচ করেছে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন, যাদের বয়স ছিল ১ থেকে ৭৪ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কিছু যাত্রী বাস থেকে ছিটকে পড়েন, যাদের অধিকাংশই সিটবেল্ট পরা ছিলেন না। আবার অনেকে কয়েক ঘণ্টা ধরে গাড়ির ভেতর আটকে ছিলেন। ভাষাগত সমস্যার কারণে তদন্ত ও চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য দোভাষী ও অনুবাদ যন্ত্র ব্যবহার করা হয়েছে।

নিউ ইয়র্ক স্টেট পুলিশের ট্রুপ কমান্ডার আন্দ্রে রে মেজর এক সংবাদ সম্মেলনে জানান, “দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে যান্ত্রিক ত্রুটি কিংবা চালকের অক্ষমতার সম্ভাবনা বাদ দেওয়া হয়েছে। চালক সহযোগিতা করছেন এবং এখনো কোনো অভিযোগ আনা হয়নি।”

দুর্ঘটনাটি নাইয়াগ্রা ফলস থেকে প্রায় ৪০ মাইল দূরে পেমব্রোক শহরের কাছে ঘটে। পূর্বমুখী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মিডিয়ানে ধাক্কা খায় এবং পরে খাদে গিয়ে পড়ে।

পুলিশের মতে, দুর্ঘটনার সময় বাসে একাধিক শিশু ছিল। এক স্থানীয় হাসপাতালে ২৪ জন প্রাপ্তবয়স্ক রোগী ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের ধারণা, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। অন্যান্য হাসপাতালে আরও রোগী ভর্তি আছেন, আর ১৬ বছরের নিচের শিশুদের নেওয়া হয়েছে একটি শিশু হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী পাওয়েল স্টিফেন্স দ্য বাফেলো নিউজ-কে জানান, “আমি দেখি রাস্তার এক পাশে উল্টে থাকা একটি বাস। রাস্তাজুড়ে কাঁচ ও যাত্রীদের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। জানালাগুলো ভাঙা, তবে যাদের দেখেছি তারা সচেতন ছিলেন।”

এলাকার হাসপাতালগুলোতে রক্ত সরবরাহকারী সংস্থা কানেক্টলাইফ জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছে। সংস্থার মুখপাত্র সারা ডিনা বলেন, “আমাদের কমিউনিটি এক সংকটের মুখোমুখি। এটি এমন এক মুহূর্ত, যখন আপনার পদক্ষেপ সরাসরি জীবন বাঁচাতে পারে।”

এছাড়া, রেড ক্রস একটি ফ্যামিলি রিইউনিফিকেশন সেন্টার খুলেছে, যেখানে আলাদা হাসপাতালে পাঠানো শিশু ও অভিভাবকদের পুনর্মিলিত করা হচ্ছে।

পুলিশ ড্যাশক্যাম ভিডিও থাকা কোনো চালকের কাছে অনুরোধ করেছে তারা যেন তদন্তে সহায়তা করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত