দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার
নিউ ইয়র্কে ট্যুর বাস দুর্ঘটনায় নিহত ৫, বহু আহত
ছবিঃ এলএবাংলাটাইমস
নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, পশ্চিম নিউ ইয়র্কে নিউ ইয়র্ক স্টেট থ্রুয়ে মহাসড়কে একটি ট্যুর বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, দলটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাইয়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটিতে ফেরার পথে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিহতদের অধিকাংশই ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটক।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক বিবৃতিতে বলেন, স্থানীয় কর্মকর্তারা উদ্ধার তৎপরতা ও সহায়তা প্রদানে কাজ করছেন। দুর্ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও মেডিকেল হেলিকপ্টার পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এক শিশু নিহতদের মধ্যে রয়েছে, তবে পরে পুলিশ তা নাকচ করেছে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন, যাদের বয়স ছিল ১ থেকে ৭৪ বছরের মধ্যে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কিছু যাত্রী বাস থেকে ছিটকে পড়েন, যাদের অধিকাংশই সিটবেল্ট পরা ছিলেন না। আবার অনেকে কয়েক ঘণ্টা ধরে গাড়ির ভেতর আটকে ছিলেন। ভাষাগত সমস্যার কারণে তদন্ত ও চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য দোভাষী ও অনুবাদ যন্ত্র ব্যবহার করা হয়েছে।
নিউ ইয়র্ক স্টেট পুলিশের ট্রুপ কমান্ডার আন্দ্রে রে মেজর এক সংবাদ সম্মেলনে জানান, “দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে যান্ত্রিক ত্রুটি কিংবা চালকের অক্ষমতার সম্ভাবনা বাদ দেওয়া হয়েছে। চালক সহযোগিতা করছেন এবং এখনো কোনো অভিযোগ আনা হয়নি।”
দুর্ঘটনাটি নাইয়াগ্রা ফলস থেকে প্রায় ৪০ মাইল দূরে পেমব্রোক শহরের কাছে ঘটে। পূর্বমুখী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মিডিয়ানে ধাক্কা খায় এবং পরে খাদে গিয়ে পড়ে।
পুলিশের মতে, দুর্ঘটনার সময় বাসে একাধিক শিশু ছিল। এক স্থানীয় হাসপাতালে ২৪ জন প্রাপ্তবয়স্ক রোগী ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের ধারণা, তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। অন্যান্য হাসপাতালে আরও রোগী ভর্তি আছেন, আর ১৬ বছরের নিচের শিশুদের নেওয়া হয়েছে একটি শিশু হাসপাতালে।
প্রত্যক্ষদর্শী পাওয়েল স্টিফেন্স দ্য বাফেলো নিউজ-কে জানান, “আমি দেখি রাস্তার এক পাশে উল্টে থাকা একটি বাস। রাস্তাজুড়ে কাঁচ ও যাত্রীদের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। জানালাগুলো ভাঙা, তবে যাদের দেখেছি তারা সচেতন ছিলেন।”
এলাকার হাসপাতালগুলোতে রক্ত সরবরাহকারী সংস্থা কানেক্টলাইফ জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছে। সংস্থার মুখপাত্র সারা ডিনা বলেন, “আমাদের কমিউনিটি এক সংকটের মুখোমুখি। এটি এমন এক মুহূর্ত, যখন আপনার পদক্ষেপ সরাসরি জীবন বাঁচাতে পারে।”
এছাড়া, রেড ক্রস একটি ফ্যামিলি রিইউনিফিকেশন সেন্টার খুলেছে, যেখানে আলাদা হাসপাতালে পাঠানো শিশু ও অভিভাবকদের পুনর্মিলিত করা হচ্ছে।
পুলিশ ড্যাশক্যাম ভিডিও থাকা কোনো চালকের কাছে অনুরোধ করেছে তারা যেন তদন্তে সহায়তা করেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন