শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পেল ৭ মুসলিম দেশের যাত্রীরা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা আদালত সাময়িকভাবে স্থগিত করায় ওইসব দেশের নাগরিকরা এখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন বলে জানিয়েছে সংবাদ বিবিসি। মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ, ওই সাতটি দেশের লোকদের যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে দেওয়ার কথা বিমান সংস্থাগুলোকে জানিয়েছে ।
উপসাগরীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ বলেছে, তারা এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানে যাত্রী ওঠানো শুরু করতে যাচ্ছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমলিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।
এর পর শুক্রবার সিয়াটলের একজন বিচারক ওই আদেশটি সাময়িকভাবে স্থগিত করেন। বিচারপতি জেমস রবার্ট তার রুলিং-এ বলেন, ‘মার্কিন সংবিধানে কোনও বিশেষ ধর্মের প্রতি পক্ষপাত দেখানো নিষিদ্ধ করে যে ধারা রয়েছে - প্রেসিডেন্ট ট্রাম্পের এই আদেশ তার লঙ্ঘন’।
শেয়ার করুন