নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
সৌদি আরবে বিদেশি দন্ত চিকিৎসক নিয়োগ বন্ধ
স্থানীয়দের চাকরির সুযোগ করে দিতে সৌদি আরবে বিদেশি দন্ত চিকিৎসক নিয়োগ বন্ধের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। আল রিয়াদ নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দেশটির বেসরকারি খাতে চিকিৎসা সেবার ক্ষেত্রে স্থানীয় চিকিৎসকদের আরো অধিক হারে নিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সৌদি আরব তাদের শ্রম শক্তি সম্প্রসারিত ও শক্তিশালী করতে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
শেয়ার করুন