২০২৩ সালের হজে থাকছে না কোনো বয়সসীমা
ছবি: এলএবাংলাটাইমস
২০২৩ সালের হজে বয়সসীমাসহ অন্য কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়।
সোমবার (৩০ জানুয়ারি) দেশটির হজ ও উমরাহ সংক্রান্ত মন্ত্রণালয় টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের হজ মৌসুমে সৌদি আরব করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করবে।
২০২২ সালে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হয়। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত।
২০১৯ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিল। তবে ২০২০ ও ২০২১ এ সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেয় দেশটি। ২০২২ সালে ১০ লাখ মুসলিম হজ পালন করেন।
২০২৩ সালের হজ মৌসুম ২৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
								
 										
										নিজস্ব প্রতিবেদক									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন