পিএসজির বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল
প্যারিসে গোল করেছেন ২১ বছর বয়সী হার্ভে এলিয়ট। তবুও ম্যাচের ৮৭ মিনিটে। ওই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লিগে পিএসজির বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল।
কিন্তু ম্যাচের নায়ক রেসডদের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। ম্যাচের শুরু থেকে শেষ অবধি উসমান ডেম্বেলে, কাভিচা কাভারাস্তখেলিয়ার একের পর এক শট ফিরিয়েছেন তিনি।
ঘরের মাঠের এই ম্যাচে পিএসজি অ্যালিসনের গোল মুখে ২৭টি আক্রমণ তুলেছেন, যার ১০টি শট ছিল গোল হওয়ার মতো। ডেম্বেলে ও কাভারাস্তখেলিয়া চারটি শট থেকে নির্ঘাত গোল পেতে পারত। কিন্তু অ্যালিসন তা হতে দেননি।
অন্যদিকে আর্নে স্লটের লিভারপুল দুটি ভালো আক্রমণ তুলে পেয়ে গেছে একটি গোল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেতে দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে লা প্যারিসিয়ানদের জয়ের চ্যালেঞ্জ নিতে হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন