আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
সিলেটে আসামী বহনকারী প্রিজন ভ্যানে ককটেল হামলা : পুলিশের পাল্টা গুলি
সিলেটে আসামী বহনকারী প্রিজন ভ্যানে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। জবাবে পুলিশ ফাকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পুলিশের প্রিজন ভ্যানটি (আসামী বহনকারী গাড়ি) আদালত পাড়া থেকে আসামী নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল । নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে আসলে মার্কেটের ৫ম তলা থেকে প্রিজন ভ্যন লক্ষ করে ৪-৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলগুলো লক্ষবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়। এ সময় পুলিশও দুর্বৃত্তদের উদ্দেশ্যে ফাকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্বৃত্তরা করিম উল্লাহ মার্কেটের পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত) রহমত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে মিডিয়াকে বলেন, করিম উল্লাহ মার্কেটের ৫ম তলা থেকে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ করে ককটেল ছুড়ে। এসময় পুলিশ ৮ রাউন্ড পাল্টা গুলি ছুড়লে অপরাধীরা মার্কেটের পিছন দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরো বলেন, দুর্বৃত্তদের হামলা করার সময় মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ৫ম তলায় উপস্থিত ছিলেন।
শেয়ার করুন