আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
লালাবাজারে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার লালাবাজার ফাসিগাছ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহা সড়কের লালাবাজা ফাসিগাছ নামক স্থানে হবিগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস ও একটি কাভার্ড ভ্যান গাড়ির মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হন। এছাড়াও বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বাসটি হবীগঞ্জ থেকে সিলেট আসছিল। আর কাভার্ড ভ্যানটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল আমল ফজল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, সড়ক দুর্ঘটনারপর এলকাবাসী সড়ক অবরোধ করেছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শেয়ার করুন