খুনের পর বাসায় যায় ঘাতক গেদা, খোঁজ নেয় এবাদুর
সিলেট নগরীর রায়নগর দর্জিবন্ধ বসুন্ধরা ৭৪ নম্বর বাসার আবদুল
মতিনের ছেলে ও শাহী ঈদগাহস্থ হযরত শাহ মীর(রহ.) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীরছাত্র আবু সাঈদকে খুন করার পর ঘাতকর র্যাবেরসোর্স আতাউর রহমান গেদা বাসায় যায় এবং পুলিশকনস্টেবল এবাদুর বিভিন্নভাবে সাঈদের খোঁজখবরনেয়।আবু সাঈদের মামা দক্ষিণ আফ্রিকা প্রবাসীআশরাফুজ্জামান আজম জানান- অপহরণের পর সাঈদকেউদ্ধারে সহযোগিতার নাম করে বাসায় আসে আতাউররহমান গেদা। র্যাব-পুলিশের সাথে ‘ভালো সম্পর্ক’আছে দাবি করে পাশের বাসার একজনের মাধ্যমেগেদা সাঈদের মামার বাসায় যায়। নিজেকের্যাবের সোর্স পরিচয় দিয়ে সাঈদকে উদ্ধারে সেসর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় বলে জানানতিনি।তিনি আরও জানান- সাঈদ অপহরণের পর থেকেইতার পরিবারকে অনুসরণ করতে থাকে কনস্টেবলএবাদুর। রাস্তায় সাঈদের মা ও আত্মীয়-স্বজনকাউকে পেলেই এবাদুর সাঈদের খোঁজ খবর নিতেথাকে। সাঈদকে উদ্ধারে আইনী কি পদক্ষেপ নেয়াহচ্ছে, অপহরণকারীদের মুক্তিপণ দেয়া হচ্ছে কি-না এ ব্যাপারে খোঁজ নিতে থাকে সে।
শেয়ার করুন