দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরীকে খুঁজছে পরিবার
জকিগঞ্জে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটিমাইক্রোবাস থেকে ৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারকরা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ থানার এসআইরাজিব মন্ডল ও এসআই রাশেদ আহমদের নেতৃত্বেসিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম এলাকায়সিলেটগামী একটি মাইক্রোবাসে তল্লাসী করে৪৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়েচোরাকারবারীরা গাড়ী ফেলে পালিয়ে যায়।পুলিশ ঢাকা মেট্রো ছ ১১-০৮৩৩ নং গাড়ীটি আটককরে থানায় নিয়ে আসে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুনান্দপুর গ্রামেরকাদির মিয়ার ছেলে লোকমান আহমদ (৩৮) কেপলাতক আসামী করে ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধেমাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
News Desk
শেয়ার করুন