আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
সিলেটে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা!
অভিনেত্রী তিশা!
দেশের একমাত্র জলাবন সিলেটের রাতারগুলে ‘কালাগুল’
টেলিফিল্মের শ্যুটিং করতে আসছেন অভিনেত্রীনুসরাত ইমরোজ তিশা। আগামী ২৬ মার্চ থেকেরাতারগুলে তিশা অভিনীত এ টেলিফিল্মটিরশ্যুটিং হবে বলে জানা গেছে। গতবছর রাতারগুলেতিশা অভিনীত ‘রাতারগুল’ টেলিফিল্মটির শ্যুটিংহয়েছিল। টেলিফিল্মটি গত ঈদুল আযহায় প্রচারিতহয়। সুমন আনোয়ারের পরিচালনায় টেলিফিল্মটিসবমহলেই প্রসংশিত হয়। একই মাত্রার স্বাদ নিয়েএবার আসছে তিশার ‘কালাগুল’।সিলেটের রাতারগুলে ‘কালাগুল’ টেলিফিল্মেরশ্যুটিংয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেননির্মাতা সুমন আনোয়ার। তিনি বলেন, ‘মূলতকালাগুল টেলিফিল্মটি রাতারগুল’র ট্রিলজি।রাতারগুল টেলিফিল্ম ব্যাপক সাড়া পাওয়ায় আমরাকালাগুল করার চিন্তা করি। কালাগুলে তিশারসাথে থাকবেন ইন্তেখাব দিনার, শহীদুল আলমসাচ্চু।’সুমন আনোয়ার বলেন, ‘কালাগুল টেলিফিল্মটিরকাহিনী আমার নিজেরই লেখা। একটি মেয়েরযাত্রাপথ, জীবনসংগ্রাম সাদৃশ্য নতুন করে তুলেধরা হবে কালাগুল-এ।’টেলিফিল্মপিট আগামী ঈদে বাংলাভিশনেপ্রচারিত হওয়ার কথা রয়েছে। ২৬ মার্চরাতারগুলে এসে পৌঁছাবে শ্যুটিং ইউনিট। ৩ এপ্রিলপর্যন্ত টানা শ্যুটিং হবে টেলিফিল্মটির।
শেয়ার করুন