মৌলভীবাজারে সাবেক ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি
মৌলভীবাজারে এক সাবেক ব্যাংক কর্মকর্তা ও তার ভাড়াটের
বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরানগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখটাকার মালামাল লুটে নিয়েছে। সোমবার ভোর রাত৪টার দিকে মৌলভীবাজার শহরের কাজিরগাঁওএলাকার সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্তব্যবস্থাপক হেদায়েত উল ইসলাম খান ও তারভাড়াটে শানু মিয়া তরফদারের বাসায় এ ঘটনাঘটে।হেদায়েত উল ইসলাম খান জানান- সোমবার ভোররাতে ৭-১০ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরেপ্রবেশ করে। পরে ডাকাতরা পরিবারের সদস্যদেরহাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করেআলমারিতে থাকা ১৩ ভরি সোনার গহনা, নগদ ৪১হাজার ৫শ’ টাকা, পাঁচটি মোবাইল সেটসহ প্রায়সাত লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।তিনি আরও জানান, পরে তাকে বাসার নিচ তলায়বেঁধে রেখে ভাড়াটিয়া শানু মিয়া তরফদারকেডেকে তুলে ডাকাতরা। এ সময় তাদের বাসা থেকে৫ ভরি সোনার গহনা, নগদ ৫০ হাজার টাকা ওচারটি মোবাইলসেটসহ প্রায় পাঁচ লাখ টাকারমালামাল নিয়ে যায় ডাকাত দল।মৌলভীবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার(এসএসপি) মো. সিরাজুল হুদা বলেন, ডাকাতির খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেওতিনি জানান।
শেয়ার করুন