আপডেট :

        এশিয়ান কাপের ইতিহাস গড়ে নারী ফুটবল দলকে মধ্যরাতে বাফুফের সংবর্ধনা

        ইলন মাস্কের দল নিয়ে ট্রাম্পের বিদ্রূপ: ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেন

        আসন্ন নির্বাচন: পুলিশের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

        ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

        কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

        “পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে আফগান সন্ত্রাসী গোষ্ঠীর ৩০ সদস্য নিহত”

        টেকনাফে ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ ১৫০০ ঘরবাড়ি ডুবে গেছে

        ঢাকাতে উল্টো পথে রথ টেনে সম্পন্ন রথ উৎসব—ভক্তদের আনন্দ ও ধর্মীয় আবেগের মেলবন্ধন

        সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ

        “দীর্ঘ মন্দা ভেঙে ঢেউ উঠছে: ১১ মাস পর শেয়ারদরের পুনর্গতি”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “মঈন খান: ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-হত্যা ছিল রুটিন কাজ”

        মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি

        মালয়েশিয়া পুলিশের সতর্কতা: ভাঙলেও বাংলাদেশের জঙ্গি হুমকি মুছে যায়নি

মহান মে দিবস আজ -কোথায় কি প্রোগ্রাম

মহান মে দিবস আজ -কোথায় কি প্রোগ্রাম

   
আজ পহেলা মে, মহান মে দিবস। বিশ্বের সকল দেশেই আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’ এ প্রতিপাদ্য সামনে রেখে সারা বিশ্বের ন্যায় আজ বাংলাদেশেও মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে সরকারিভাবে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে লাল পতাকা র্যালি, আলোচনা সভা ও সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সরকারি ছুটির দিন। সকল সংবাদপত্র অফিস আজ বন্ধ থাকবে। মে দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সম্পাদকীয় প্রকাশ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এডভোকেট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বাণী দিয়েছেন। মহান মে দিবস হচ্ছে, শ্রমজীবী মেহনতি মানুষের আন্তার্জাতিক সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন। ১৮৮৬ সালের পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের 'হে' মার্কেটে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘট আহবান করে শ্রমিকরা। এতে প্রায় ৩ লাখ মেহনতি মানুষ অংশ নেয়। আন্দোলনরত ক্ষুব্ধ শ্রমিকদের রুখতে মিছিলে পুলিশ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। ন্যায্য দাবি আদায়ের জন্য সেদিন শ্রমিকদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল শিকাগোর রাজপথ। শুধু তাই নয় আন্দোলনে অংশ নেয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হয় গ্রেফতারকৃত ৬ শ্রমিককে। কারাগারে বন্দিদশায় এক শ্রমিক নেতা আত্মহননও করেন। শ্রমিকদের এই আত্মত্যাগ ও রক্তস্নাত ঘটনার মধ্যদিয়ে দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা প্রতিষ্ঠার সংগ্রামের ঐতিহাসিক বিজয় হয়। শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়েই সেদিন মালিকরা স্বীকার করে নিয়েছিল শ্রমিকরাও মানুষ। তারা যন্ত্র নয়, তাদেরও বিশ্রাম ও বিনোদনের প্রয়োজন রয়েছে। ১৯৮৯ সালে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিবসটিকে 'মে দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সেই থেকে বিশ্বব্যাপী দিনটি মহান মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সারা দেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক র্যালি, সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রমিকলীগ : মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার উদ্যোগে বিকেল ৩টায় সুরমা পয়েন্টে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদ উদ্দিন আহমদ ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগ : মহান মে দিবস পালনের লক্ষে সিলেট জেলা ট্রাক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে বেলা ২টায় কদমতলী আল মক্কা রেস্টুরেন্টের সামনে জমায়েত ও আলোচনা সভা শেষে সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের শ্রমিক সমাবেশে যোগদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মানবাধিকার কমিশন : বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ:) দরগাহ গেইটস্থ রশীদ এম্পোরিয়ামের ২য় তলায় ড.আরকে ধর হলে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও জেলার সভাপতি ড. আরকে ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস.এম.রোকন উদ্দিন। সমাজ তান্ত্রিক শ্রমিক ফ্রন্ট : মহান মে দিবস উপলক্ষে সমাজ তান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে বিকেল ৩টায় লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি কেন্দ্রীয় শহীধ মিনার প্রাঙ্গনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। ট্রেড ইউনিয়ন সংঘ : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার পক্ষ থেকে পহেলা মে লাল পতাকা র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১০ টায় কোর্ট পয়েন্টে সমাবেশ ও পরবর্তী এক লাল পতাকা র্যালি অনুষ্ঠিত হবে। হোটেল শ্রমিক ইউনিয়ন : সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ১৯৩৩) পক্ষ থেকে আজ সকাল ৯টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ ও লাল পতাকা র্যালী অনুষ্ঠিত হবে। স-মিল শ্রমিক সংঘ : মে দিবস উপলক্ষে স-মিল শ্রমিক সংঘ মাসব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ ও পতাকা র্যালি। ১মে সকাল ১০টায় আলি-আমজাদ ঘড়িঘর প্রাঙ্গনে জমায়েত হয়ে এক লাল পতাকা র্যালি বের করা হবে। চা শ্রমিক সংঘ : মে দিবসে চা শ্রমিক সংঘ সিলেট ভেলি কমিটির পক্ষ থেকে চা শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সিলেটের কালাগুল চা বাগানে এই সমাবেশ অনুষ্টিত হবে। মে দিবসে রাবার শ্রমিক সংঘের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সমাবেশ। বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের (রেজি: নং বি ২১২৬) পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত