মৌলভীবাজারের কুলাউড়ায় দুই বোনের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের একটি পুকুর থেকে সখিনা বেগম (১৮) ও আরিজা বেগম (১৯) নামে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে ওই এলাকার ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সখিনা ও আরিজা কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আদকানি গ্রামের আকবর আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সখিনা ও আরিজা একই এলাকার জয়নাল মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। মঙ্গলবার (৫ মে) বিকেলে তারা নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পর বুধবার ভোরে বাড়ির পাশের পুকুরে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কুলাউড়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তারা সাতার জানতো না। পুকুরটি গভীর থাকায় তারা পানির নিচে তলিয়ে যায়।
শেয়ার করুন