আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
সিলেট সিটি মেয়র আরিফের স্ত্রী করোনায় আক্রান্ত
সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী।
মঙ্গলবার (২ জুন) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।বর্তমানে শামা হক বাসায় রয়েছেন।
এর আগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হন।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সিসিক’র ১০ জনের করোনা টেস্ট করানো হয়। মেয়র আরিফুল হক চৌধুরীর নেগেটিভ আসে।
এলএবাংলাটাইমস/এলআরটি/এস
শেয়ার করুন