রায়হান হত্যার তদন্ত কর্মকর্তাসহ ৫ পুলিশ করোনায় আক্রান্ত
সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনার মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ওই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক মুহিদুল ইসলাম।
পরিদর্শক জানান, তিনিসহ পিবিআই’র ৪ পরিদর্শক এবং এক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর (রোববার) ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। ওই ফাঁড়ি ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং ৩ জনকে প্রত্যাহার করা হয়। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই। এবং এর তদন্তের দায়িত্বে রয়েছেন সিলেটের পরিদর্শক মুহিদুল ইসলাম।
শেয়ার করুন