আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলা
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা হবিগঞ্জ থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ এ আদেশ দেন।
এরআগে, গত মঙ্গলবার দুপুরে কগনিজেন্স কোর্ট-১ এর বিচারক নিশাত সুলতানা হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেএম শাখার মাধ্যমে মামলাটি পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ২০০৫ সালের ২৭ জানুয়ারি মাসে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়।
শেয়ার করুন