সিলেটে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত
সিলেটের ফেঞ্চুগঞ্জে বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ
মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট নগরীর মাছিমপুরের সরাফত মিয়ার ছেলে আসলাম মিয়া (২৪) ও নেত্রকোনা
জেলার রাণীঠাকুর গ্রামের আবদুল জব্বারের ছেলে সাইফুল ইসলাম (২২)।
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, সিলেট থেকে একটি
ট্রাক বালু নিয়ে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিল। খিলপাড়া এলাকায় পৌঁছানোর পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে
খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক বালুচাপায় ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল
কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন