আখালিয়ায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগ বন্দুকযুদ্ধ: মামলা হয়নি
সিলেট নগরীর আখালিয়া কালিবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্দুকযুদ্ধের এ ঘটনায় কাউকে আটক বা কোনো পক্ষ মামলা করেনি বলে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন। তিনি বলেন, আখালিয়া কালিবাড়ি এলাকা বর্তমানে শান্ত রয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাত ৯টায় আখালিয়া কালিবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
সংঘর্ষকালে একটি ট্রাক, একটি প্রাইভেট কার, একটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়। এ সময় অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুর করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুজেল তালুকদার ও যুবলীগ নেতা শাহেদ আহমদ গ্রুপের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহমদ ও যুবলীগ নেতা গুলজার আহমদ গ্রুপের প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জালালাবাদ থানার সহকারী কমিশনার কামরুল ইসলাম ও ওসি আকতার হোসেনের নেতৃত্বে অন্তত ২০-২৫ রাউন্ড কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি ছুঁড়া হয়।
আওমীলিগের নিজেদের সন্ত্রাসী কার্যকলাপের জন্য এলাকায় সাধারণ জনগনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শেয়ার করুন