আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
সিলেটে বিমানের ডানায় পাখি, সিলেটে আটকা ৫৮ যাত্রী
দুবাই থেকে আসা একটি বিমান ৫৮ যাত্রী নিয়ে সিলেটে আটকা পড়েছে। শনিবার দুপুরের মধ্যে বিমানটির ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি ০৫২ বিমানটি দুবাই থেকে সিলেটে পৌঁছে আটকা পড়েছে। বিমানটির ডানায় একটি পাখি ঢুকে পড়ায় কারিগরী ত্রুটি দেখা দেয়ায় বিমানটি আর ঢাকার উদ্দেশে রওনা দেয়নি। দুপুর দুইটার মধ্যে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে মেরামত করার কথা রয়েছে।
শেয়ার করুন