আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
রাজন হত্যা : পলাতক আসামিদের মালামাল ক্রোক
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকান্ডে মূল আসামি কামরুল ইসলাম, তার ভাই
শামীম ও আরেক হোতা পাভেলের মালামাল ক্রোক করেছে পুলিশ। গতকাল বেলা ২টা দিকে
প্রায় দুই ঘন্টার অভিযানে তাদের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা
পুলিশ।এর আগে গত সোমবার সিলেট মহানগর হাকিম আদালত-১-এর বিচারক সাহেদুল করিম
রাজন হত্যা মামলার চার্জশিট আমলে নিয়ে এই তিন পলাতক আসামির মালামাল ক্রোক
করার নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ীই পুলিশ গতকাল তাদের
মালামাল ক্রোক করেছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আখতার হোসেন। প্রসঙ্গত, গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী
কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩
জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল
ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়। আদালত
গত সোমবার চার্জশিট আমলে নেন। এর আগে গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে
সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়।
শেয়ার করুন