আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
বন্যায় সিলেটে মৃত্যু বেড়ে ৫১
সিলেটে প্রাণনাশী বন্যা কেড়ে নিয়েছে ৫১ জনের প্রাণ। গত ১১ দিনে সারা দেশে বন্যার কারণে মারা যাওয়া ৮২ জনের মধ্যে সিলেট বিভাগই শীর্ষে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম শনিবার (২৫ জুন) বিকেলে জানিয়েছে, ১৭ মে থেকে ২৫ জুন (শনিবার) পর্যন্ত সিলেটসহ বন্যাকবলিত জেলাগুলোতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে সিলেট বিভাগে। এই বিভাগে মারা গেছে ৫১ জন। ময়মনসিংহ বিভাগে মারা গেছে ২৭ জন। আর রংপুর বিভাগে ৪ জন।
সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জে। এই জেলায় মারা গেছে ২৬ জন। এরপর বেশি মারা গেছে সিলেট জেলায়। সিলেট জেলায় মারা গেছে ১৮ জন। এসব জেলায় বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে ও বজ্রপাতে।
এলএবাংলাটাইমস/এলআরটি/এস
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
শেয়ার করুন