আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
মোগলাবাজারে দুই ট্রাকে সংঘর্ষের পর আগুন, দগ্ধ হয়ে হেলপার নিহত
সিলেট মহানগরীর মোগলাবাজার থানায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁ আবাসিক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একটি ট্রাকে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ওই ট্রাকের হেলপার নিহত হন।আজ রবিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটার সময় এই ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম সবুজ (২০)। তার বাড়ি চুয়াডাঙ্গা বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোগলাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন