আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
সিলেটে দুই কার্ভাড ভ্যানের সংঘর্ষ
সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে দুই কার্ভাড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়ককের রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় রশিদপুর নামক স্থানে সিলেটগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট১৩-২৪০৩) বিপরীত দিক বিশ্বনাথ থেকে আসা হোলসিম সিমেন্ট কোম্পানির কার্ভাড ভ্যানের ( ঢাকা মেট্রো-শ ১৩-০৯৫১) সংঘর্ষ হয়।
এতে দুটি কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।বড়ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষায় দুটি কার্ভাড ভ্যানের চালক ও হেলপার। এসময় ৩৩ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়। সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা গিয়ে সড়ক থেকে গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন