“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
সিলেটে বিএনপির সমাবেশমঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমাবেশের প্রাথমিক পর্যায়ে স্থানীয় নেতারা বক্তব্য দেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হন।
এদিকে, সমাবেশস্থল নগরীর রেজিস্ট্রারি মাঠে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত মিছিল সহকারে তারা সমাবেশে যোগ দিচ্ছেন। মিছিল ও সমাবেশে সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যাচ্ছে নেতা-কর্মীদের।
‘আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা’ দাবিতে এই সমাবেশ করছে বিএনপি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী সমাবেশে সভাপতিত্ব করছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন