“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
ওসমানীর আউটডোরে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ
সিলেটের এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। হাসপাতালের আউটডোরের সামনে তার লাশ পাওয়া যায়। কিন্তু তিনি কে, কিভাবে মারা গেলেন এসব তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ। মেডিকেল কলেজের হাসপাতাল এলাকায় পাগল নামে পরিচিত ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে এই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালের কর্মচারীরা তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
এব্যাপরে ওসমানী পুলিশ বক্স অফিচার ইনচার্জ জুয়েল চৌধুরী জানান, ব্যাক্তিটি বেশ কয়েকদিন ধরে ওসমানী মেডিকেল কলেজ এলাকায় ঘোরাঘুরি করতো এবং সেখানেই থাকতো। প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন। আজ সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তার বয়স ৫২ বছর। বর্তমানে লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল তার ময়নাতদন্ত করা হবে। লাশটির পরিচয় কারো জানা থাকলে ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের পুলিশ বক্সে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
(যোগাযোগের জন্য পুলিশ বক্স ইনচার্জ জুয়েল চৌধুরী, মোবাইল 01320067574)
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন