আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
সচল হলো সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুরে তেলের ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ওয়াগনকে টেনে তুলে। এরপর রাত আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে তেল ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সিলেট রেল স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী উপবন এক্সপ্রেস।
সিলেট রেল স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল জানান, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া খালি তেল ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে ট্রেনের সামনের বগিগুলো বিচ্ছিন্ন করে মাইজগাঁওয়ে নেওয়া হয়। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগন টেনে তুলে। রাত আড়াইটার দিকে স্বাভাবিক হয় রেল যোগাযোগ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন