৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
সিলেটজুড়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের শঙ্কা!
এমন তথ্য দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি জানান, কালবৈশাখী ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর। সবচেয়ে বেশি বজ্রপাতের ঝুঁকি রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহী বিভাগের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
মোস্তফা কামাল পলাশ আরও জানান, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অনেক জেলায় ৩০ থেকে ৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এই গবেষক আরও জানান, ১৭ ও ১৮ মার্চ সবচেয়ে বেশি ঝড় হতে পারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন