৮ জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান হালুক গরগুন
নগরীর বিভিন্ন এলাকায় সাত ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
বিদ্যুৎ সঞ্চালন লাইনে উন্নয়নকাজের জন্য সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা সাত ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১ এপ্রিল) ১১ কেভি এম. সি. কলেজ ফিডারের আওতাধীন কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আ/এ, হোসনাবাদ আ/এ, সৈয়দপুর, শাহী ঈদগাহ থেকে হার্ট ফাউন্ডেশন, টিবিগেইট ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সর্বরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন