শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
নিখোঁজের পরের দিন দুই শিশুর লাশ ভেসে উঠল পুকুরে
সিলেটে দুই শিশু গতকাল রোববার বেলা তিনটার দিকে বাড়ি থেকে খেলতে বের হয়েছিল। এর পর থেকে দুজনকে আর পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও হদিস মেলেনি। পরে গতকাল সন্ধ্যার একটু আগে নগরের লালদিঘির পাড় এলাকার একটি পুকুরে দুই শিশুকে ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
স্বজন ও আশপাশের লোকজন দুই শিশুকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মারা যাওয়া দুই শিশু হলো নগরের লালদিঘির পাড় এলাকার সেলিম মিয়ার মেয়ে তাইবা আক্তার (৭) ও মামুন মিয়ার মেয়ে হাবিবা আক্তার (৭)।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মারা যাওয়া দুই শিশুর লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন