গোলাপগঞ্জে ২ কোটি সাড়ে ১৩ লাখ টাকা ব্যায়ে রাস্তার কাজের উদ্বোধন
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় গোলাপগঞ্জ পৌর এলাকায় দুই কোটি সাড়ে ১৩ লাখ টাকা ব্যায়ে দুটি রাস্তার আরসিসি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার এ দুটি রাস্তার উদ্বোধন করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
রাস্তা দুটি হল ১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ১শ ১ টাকা ব্যায়ে গোলাপগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সুরমা ডাইক রোডের সুরমা সো মিল হতে ফুলবাড়ি বড় মোকাম মসজিদ পর্যন্ত এবং ৫০ লক্ষ ৬৭ হাজার ৬শ ৮ টাকা ব্যায়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের মইন উদ্দিনের বাড়ি হতে শওকত আলীর বাড়ি পর্যন্ত।
উদ্বোধনকালে মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, গোলাপগঞ্জ পৌরসভায় কোন রাস্তা কাচা থাকবেনা। ইনশাল্লাহ একে একে সব রাস্তা পাকাকরণ করা হবে। গোলাপগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পৃথক রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিম ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেফা বেগম, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহেদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন