মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি
জাতীয় সংগীতের মাধ্যমে সিলেটে ‘তারুণ্যের সমাবেশ’ শুরু
আজ সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে বেলা পৌনে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়েছে। বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দুপুর থেকেই সিলেটের বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হন। সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন স্থানীয় নেতৃবৃন্দও।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন