“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
অসুস্থ কাইয়ুম চৌধুরীকে ঢাকায় পাঠানো হচ্ছে
সিলেট তারুণ্যের সমাবেশ চলাকালে হটাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় তাকে সিলেট নগরীর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে তাকে সোমবার (১০ জুলাই) বিকেল ৪টায় এয়ার এম্বুলেন্স মাধ্যমে ঢাকায় পাঠানো হচ্ছে।
বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে রোববার (৯ জুলাই) বিকেলে ৩টায় ‘তারুণ্যের সমাবেশ’ এ তিনি অসুস্থ হয়। বিএনপির দায়িত্বশীল এক নেতা জানান, বোরবার রাতে আব্দুল কাইয়ুম চৌধুরী শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে সোমবার (১০ জুলাই) বিকেল ৪টায় এয়ার এম্বুলেন্স মাধ্যমে ঢাকায় পাঠানো হচ্ছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন