মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি
ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কে ৫টি গাড়ির সংঘর্ষ, নিহত ১
সিলেটের ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৪৮)। তাঁর বাড়ি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণশাসন গ্রামে।
এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান- একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটেছে। মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক খলিলুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে ওসমানীনগর থানাপুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন