ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে: কল্যাণমন্ত্রী
প্রবাসী ও বৈদেশিক কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত যৌথ কর্মী সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মন্ত্রী আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ প্রমুখ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন