“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
৭ ফুট লম্বা অজগর
সিলেটের গোয়াইনঘাটে একটি বিশাল আকৃতির অজগর সাপ জালের মধ্যে জড়িয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে। তারা সাপটি মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। পুলিশের ইতিবাচক তৎপরতার কারণে মানুষের হাত থেকে রক্ষা পেলো সাত ফুটের চেয়েও লম্বা অজগরটি।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার।
তিনি জানান, সকালে গোয়াইনঘাট থানার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাপা গ্রামে ইসমাইল আলীর পুকুরপাড়ে মাছ ধরার জালে আটকা পড়ে বিশাল আকৃতির অজগর। খবর পেয়ে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে বন বিভাগের পক্ষে মো. আব্দুল মালেক সাপটি নেন। বিকেলে অজগরটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন