আপডেট :

        ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

        কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

        “পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে আফগান সন্ত্রাসী গোষ্ঠীর ৩০ সদস্য নিহত”

        টেকনাফে ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ ১৫০০ ঘরবাড়ি ডুবে গেছে

        ঢাকাতে উল্টো পথে রথ টেনে সম্পন্ন রথ উৎসব—ভক্তদের আনন্দ ও ধর্মীয় আবেগের মেলবন্ধন

        সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ

        “দীর্ঘ মন্দা ভেঙে ঢেউ উঠছে: ১১ মাস পর শেয়ারদরের পুনর্গতি”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “মঈন খান: ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-হত্যা ছিল রুটিন কাজ”

        মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি

        মালয়েশিয়া পুলিশের সতর্কতা: ভাঙলেও বাংলাদেশের জঙ্গি হুমকি মুছে যায়নি

        এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ নারী দল

        স্কুলে মোবাইল নিষেধাজ্ঞা কার্যকর: নেদারল্যান্ডে ফোকাস ও ফলাফলে বৃদ্ধি

        মঈন খান আ’লীগকে ‘পলায়নকারী শক্তি’ বললেন

সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ব্যবসায়ীসহ ২ জন নিহত

সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ব্যবসায়ীসহ ২ জন নিহত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ব্যবসায়ীসহ ২ জন প্রাণ হারিয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে সিলেট- ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং নগরীর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রশীদ ঘটনাস্থলেই প্রাণ হারান। চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক নগরীর দরগা মহল্লা পায়রা ৮৫ ও হাফিজুর রশীদ পায়রা ১০৮ নম্বর বাসায় বসবাস করতেন।

গোয়াইনঘাট উপজেলার সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) নির্মল চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার রাতে মোটরসাইকেলযোগে কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন চেয়ারম্যান ইসহাক ও তার সঙ্গীয় হাফিজুর। পথে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সিগন্যালবিহীন একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি। তবে দুর্ঘটনার জন্য ট্রাকটির চালকের দায় রয়েছে। রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সিগন্যাল লাইট জ্বালানো ছিল না। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ওবায়দুল্লাহ ইসহাক এবং নগরীর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রশীদের মৃত্যু সংবাদে সিলেটে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও পরিচিত মহল নিহতদের বাসা-বাড়িতে ছুটে যান সমবেদনা জানাতে। ময়না তদন্ত শেষে পুলিশ গতকাল রোববার বিকেলে লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করে। গতকাল রোববার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রশীদের জানাজা সম্পন্ন হয়েছে। পরে তাকে দরগাহ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।

এদিকে, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জামাল আহমদ সিলেটের ডাককে জানান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাকের লাশ সিলেট ডায়াবেটিক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। আজ সোমবার চেয়ারম্যানের ভাই ইতালি থেকে দেশে আসছেন। আজ বাদ আসর নিজ এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। ওই ইউপি সদস্য আরো জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি চেয়ারম্যানের ছয়মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ ইসহাক এবং তার সাথে নগরীর স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রশিদের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো, জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী পৃথক শোক বার্তায় তাদের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত