ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
ভারতীয় ওষুধের চালান জব্দ করেছে পুলিশ
সিলেটে ভারতীয় ওষুধের চালান জব্দ করেছে পুলিশ। সোমবার সকাল সোয়া ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল ব্রিজের পশ্চিম পাড় থেকে পুলিশ চালানটি জব্দ করে। এসময় চোরাচালানের সাথে জড়িত দুই ব্যক্তিকেও আটক করা হয়। জব্দকৃত ওষুধের বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, সোমবার সকালে দুই ব্যক্তি বিপুল পরিমাণ ঔষধ নিয়ে জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল ব্রিজ হয়ে বাস স্ট্যান্ডের দিকে আসছিল। এসময় পুলিশ তাদেরকে আটক করে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। আটককৃতরা জানিয়েছে, ভারত থেকে চোরাইপথে এনে ঔষধগুলো তারা ঢাকায় পাঠানোর চেষ্টা করছিল।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চন্দ্র গ্রামের ফজলুল করিম মিন্টু ও সিলেটের জৈন্তাপুর উপজেলার আসমাপাড়া আদর্শগ্রামের সোহেল মিয়া।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন