ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলা সদরের দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাম মো: মুবিন (৬)। সে ওই ইউনিয়নের যাত্রাপাশা (নাপিত পাড়া) গ্রামের তোফাজ্জুল মিয়ার ছেলে।
জানা গেছে, দুপুরে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের এক পারে বসিয়ে বাবা অন্য পাড়ে প্রকৃতির কাজ সাড়তে যান। পরে এসে দেখেন শিশুটি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি পরও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে পানিতে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন