ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
সরকারি স্বাস্থ্য সেবাকেন্দ্রে নেই চিকিৎসক
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে মো. আবু হেনা : আজমিরীগঞ্জ উপজেলার চারটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসকরা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সেবাবঞ্চিত হচ্ছে জনগণ। এসব মানুষ উপজেলা ও জেলা সদরে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার জলসুখা ও কাকাইলছেও ইউনিয়নে উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং শিবপাশা ও বদলপুর ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে একজন করে এমবিবিএস চিকিৎসক খাতা-কলমে দায়িত্বে থাকলেও বাস্তবে তারা কর্মস্থলে নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বছরের ১৩ জুলাই জলসুখা উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডা. হাসানুজ্জামান, শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ডা. হোসেনুজ্জামান এবং পয়লা মার্চ বদলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ডা. অপূর্ব শর্মা মহালদারকে নিয়োগ দেয়া হয়। তবে কর্মস্থলে ওই তিন চিকিৎসকের একজনকেও পাওয়া যায়নি। এছাড়া, কাকাইলছেও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে গত ১০ এপ্রিল বদলিজনিত কারণে চিকিৎসক পদ শূন্য হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন