ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
জাতীয় উৎপাদনশীলতা দিবস
২ অক্টোবর ২০২৩ ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক সিলেটের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা”।
বিসিক সিলেটের উপ-মহাব্যবস্থাপক মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) হোসাইন মো. আল-জোনায়েদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার প্রমূখ।এছাড়া সভায় জেলা প্রশাসন ও বিসিকের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন