শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
সিলেটে ছাত্রলীগের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষ
সিলেটে ছাত্রলীগের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর টিলাগড় পয়েন্টে এ সংঘর্ষ হয়।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর টিলাগড় পয়েন্টে এ সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, এমসি কলেজের স্নাতকের শিক্ষার্থী কামরুজ্জামান (২৩), আরিফ (২২)। অপর আরেকজন পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এসএমপির শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আবুল খায়ের জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন